সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে

Published: 26 Dec 2018   Wednesday   

পাহাড়ের প্রতিটি অঞ্চলের সাধারণ মানুষ নির্বিগ্নে ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারবে। ইতি মধ্যে ভোটারদের নিরাপত্তা ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাবাবিক রাখতে সেনা বাহিনী, বিজিবি ও পুলিশ  টহল জোরদার করেছে।

 

বুধবার জুরাছড়ি উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএইসি একথা বলেন।


উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, জোন উপ-অধিনায়ক মো:ইয়াসির সারোয়াত, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃমাহাবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি ও ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইটিং ও সহকারী প্রিজাইটিং কর্মকতা, স্থানীয় হেডম্যান-কার্ব্বারী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


সভায় আওয়ামী লীগের সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা তাদের সমর্থকদের প্রচারনায় বাধা প্রদানের অভিযোগ আনলে ঘিলাতলীর কার্ব্বারী অনিল কুমার চাকমা এর প্রতিবাদ জানান।


ঘিলাতলীর কার্ব্বারী অনিল কুমার চাকমা বলেন, আওয়ামী লীগের কর্মীরা ইচ্ছাকৃতভাবে ঘিলাতলী গ্রামে গণ-সংযোগ ও প্রচারনা সভা করেনি। তাদের আসার অপেক্ষায় স্থানীয় মানুষ বসে ছিল। তাদের কেউ কোন দিন বাধা প্রদান করেনি।


সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতি ময় চাকমা, হেডম্যান মায়া নন্দ দেওয়ান, বিএনপির সিনিয়র সভাপতি মোঃ আবুল কাসেম সওদাগর, জাতীয় পার্টির সভাপতি রিকো চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত