মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হলেন সুপ্রদীপ চাকমা

Published: 04 Mar 2014   Tuesday   

পার্বত্য খাগড়াছড়ির কৃতি সন্তান সুপ্রদীপ চাকমাকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ আগে তিনি ভিয়েতনামের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৮৫ সাল থেকে শুরু হওয়া সুপ্রদীপ চাকমার দীর্ঘ কর্মজীবনে তিনি মরক্কো, কলম্বো, ব্রাসেলস এবং আঙ্কারায় বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

সুপ্রদীপ্ত চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে অধ্যায়ন করেছেন। তিনি ফ্রান্সের ভাষা ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন  (আইআইএপি) থেকে কূটনৈতিক বিষয়সহ আর্ন্তজাতিকভাবে গুরুত্বপুর্ন বিষয়ে প্রশিক্ষন নিয়েছেন।.

–হিলবিডি২৪/সম্পপাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত