রাঙামাটি জোন`র উদ্যেগে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত

Published: 04 Jan 2019   Friday   

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন`র সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ও রাঙামাটি পার্বত্য জেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইয়ুথ অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প (ইয়ুথ) কর্তৃক আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত "সুবিধাবঞ্চিত শিশুদের প্রশিক্ষন কর্মশালা" এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় মিলনায়তনে উক্ত সপ্তাহব্যাপী কর্মশালার সমাপনী দিনের কর্মশালা, আলোচনা সভা ও অংশগ্রহনকারী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাউপকরন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ইয়ুথ`র পরিচালক মো. ইকবাল হোসেন`র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোন`র জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম এসজিপি, এসইউপি, পিএসসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিয়াম লেবরেটরি স্কুল`র উপাধ্যক্ষ ও ইয়ুথ`র উপদেষ্টা মো. পারভেজুল ইসলাম, ইয়ুত`র আজীবন সদস্য মো. আমজাদ হোসেন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি সদর জোন`র জোন কমান্ডার লে. কর্নেল রেদওয়ানুল ইসলাম এসজিপি, এসইউপি, পিএসসি উপস্থিত সকলের সামনে উক্ত কর্মশালা আয়োজনের উদ্দেশ্য বর্ননা করেন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য সপ্তাহব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালা থেকে প্রাপ্ত শিক্ষা কিভাবে তাদের ভবিষ্যত জীবনে কাজে লাগবে এবং কিভাবে কাজে লাগানো সম্ভব এ বিষয়ে আলোচনা করেন ও অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব`র ছুটিতে দেশে বেড়াতে এসে এ ধরনের মহতী উদ্যোগ গ্রহন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। 

 

বিশেষ অতিথির বক্তব্যে বিয়াম লেবরেটরি স্কুল`র উপাধ্যক্ষ ও ইয়ুথ`র উপদেষ্টা মো. পারভেজুল ইসলাম তার বক্তব্য প্রধান অতিথি ও রাঙামাটি সদর সেনা জোন`র অধিনায়ক কে উক্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন ও আয়োজনের দায়িত্ব ইয়ুথ কে দেয়ায় পুরো ইয়ুথ পরিবারের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন ও এই কর্মশালা আয়োজনের উদ্যোগ গ্রহন করায় অস্ট্রেলিয়া`র কুইন্সল্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি একাডেমী`র একাদশ গ্রেড`র শিক্ষার্থী আনিশা মুজিব কে ধন্যবাদ জানান।

 

আলোচনা সভার পর প্রশিক্ষকদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্বারক তুলে দেয়া হয়। এরপর উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে শিক্ষা উপকরন ও বই তুলে দেয়া হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত