রাঙামাটিতে নানান ধর্র্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভন্তের শততম জন্ম দিন উদযাপিত

Published: 08 Jan 2019   Tuesday   

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তের একশ তম জন্ম দিন নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে। বনভান্তের জন্ম দিন উপলক্ষে সাত দিন ব্যাপী নানান কর্মসুচি গ্রহন করা হয়।

 

ভোরের দিকে রাজ বন বিহার প্রাঙ্গনে ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির একশ পাউন্ডের কেক কেটে শত তম জন্মদিনের শুভ সূচনা করেন। এর আগে ফেষ্টুন  ও বেলুন উড়ানো হয়। এছাড়া রাজ বন বিহারের ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বন ভান্তের দেহ ধাতুতে ফুলের শ্রদ্ধা জানান।  এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারন সম্পাদক অমিয় খীসা,বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাধারন মানুষের জন্য শ্রদ্ধা জানানোর উন্মুক্ত করা হয়। এতে হাজার হাজার বৌদ্ধ নরনারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে বন বিহার প্রাঙ্গনে ভিড় জমান। 

 

এদিকে, সকাল ৯টার দিকে বিহারের প্যাগোডা মাঠে আনুষ্ঠানিকভাবে শত জন্ম দিনে আয়োজিত  অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বক্তব্যে বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সংগীত হিসেবে  দেশ বরণ্যে সংগীত শিল্পী কুমার বিশ^জিতের রেকর্ড করা গাওয়া গান বাজানো হয়।  অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ পূর্নার্থী সমাগম ঘটেছে। 

 

উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত