জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভিসির সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের মতবিনিময়

Published: 11 Jan 2019   Friday   

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর-রশিদের সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার দুপুরে রাঙামাটি সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভিসি প্রফেসর ড. হরুন অর-রশিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে কর্মকান্ড পরিচালনা করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই ফাউন্ডেশন মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশপ্রেমিক সুনাগরিক তৈরি করবে নিঃসন্দেহে।


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেলর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজাহান মিয়া।


এর আগে উপাচার্য রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিস্থল পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত