বালুখালীর কাপ্তাই হ্রদের ধারে বৌদ্ধ সাধক বনভান্তের ২৪ ফুট উচ্চতার মুর্তি উদ্বোধন

Published: 12 Jan 2019   Saturday   

শনিবার রাঙামাটির বালুখালী ইউনিয়নের নির্বাণ নগর বৌদ্ধ বিহারে বনভান্তের দন্ডয়মান ২৪ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করা হয়েছে। দেশের বৌদ্ধ প্রধান ধর্মীয় গুরু সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শত তম জন্ম দিন উপলক্ষে  এ মূর্তি উদ্বোধন করা হয়। 

 

কাপ্তাই হ্রদের ধারে উচু দ্বীপে নির্মাণ করা এ বৌদ্ধ সাধক বনভান্তের মূর্তি উদ্বোধন করেন বনভান্তের অন্যতম শিষ্য শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবির(স্বর্গপুরী ভান্তে)। এসময় বক্তব্যে দেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বনভান্তের মূর্তি নির্মাতা বিভাষ চাকমা,পিংকলা চট্টোপধ্যায়(ত্রিপলী মা) প্রমুখ। উদ্বোধনীর শুরুতে বণভান্তের মূর্তির পাদদেশে পঞ্চশীল প্রার্থনা ও প্রদীপ প্রজ্জলন করা হয়। এসময় শ্রীমৎ ধর্মতিষ্য মহাস্থবিরের (স্বর্গপুরী ভান্তে) মূর্তির ফলক উন্মোচন করেন। এসময় শত শত বৌদ্ধ নারী-পুরুষ অংশ গ্রহন করেন।


পরে নির্বাণ নগর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এক ধর্মীয় সভার আয়োজন করা হয়। ধর্মীয় সভার শুরুতে সংগীত পরিবেশন করেন অন্যনা চাকমা। ধর্মালোচনা শেষে এলাকার মেধাবী শিক্ষার্থীদে মাঝে ডিকশনারী,কলমসহ বিভিন্ন শিক্ষা সমাগ্রী বিতরণ করা হয়।


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সুখ শান্তি সম্মৃদ্ধি ও বাংলাদেশ সরকারের মঙ্গল কামনা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত