রাঙামাটির রিজার্ভ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৪টি কাঁচা ঘর পুড়ে ছাই

Published: 13 Jan 2019   Sunday   

রোববার রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮৪টি কাঁচা ঘর  ভস্মিভূত হয়েছে।  

 

রাঙামাটি ফায়ার ব্রিগেড জানায়,  রোববার সকাল ৯টার দিকে শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীর বাবুল মিয়ার ঘরের  বিদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে মহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারিদিকে ছড়িয়ে পড়লে ৮৪টি কাঁচা ঘর পুড়ে সম্পূর্ন ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড খবর পেয়ে রাঙামাটি ৫টি, কাপ্তাইয়ের ১টি ও কাউখালীর ১টি ইউনিট দিয়ে প্রায় দু`ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

 

এদিকে, ঘটনার পর রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল, দুই হাজার, শুকনো খাবার,কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া  রেড ক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিট থেকে কম্বল  দেয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের।

 

স্থানীয়রা জানিয়েছে, অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হতে পারে।

 

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম জানান, ৭টি ইউটি দিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডে ৮০ থেকে ৮৪টি কাঁচাঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউই হতাহত হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত