জুরাছড়িতে জোন অধিনায়কের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Published: 14 Jan 2019   Monday   

পাহাড়ে আইন শৃংখলা রক্ষার পাশাপাশি উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।

 

সোমবার সন্ধ্যায় জুরাছড়ি উপজেলা পরিষদের উদ্যোগে জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএসপি-কে বিদয় ও নবাগত জোন অধিনায়ককে বরণ সংর্বধনা অনুষ্ঠানে নবাগত জোন অধিনায়ক লেঃকর্ণেল মাহমুদুল হাসান পিএসসি একথা বলেন।


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহাফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, জোন উপ অধিনায়ক মেজর ইয়াসির সরোয়াত পিএসসি, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুল হাই, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রিসের্স সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃমরশেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নবাগত জোন অধিনায়ক লেঃকর্ণেল মাহমুদুল হাসান আরো বলেন, শিশু অধিকার ও এই উপজেলাকে একটি শান্তির আর্দশ গড়ে তুলতে সকলেকে সহযোগীতায় এগিয়ে আসার অনুরোধ জানান। এছাড়া তিনি এলাকায় শান্তির ও উন্নয়নের লক্ষে সেনা বাহিনী সব রকম সহযোগীতা অব্যহত রাখার আ্শ্বাস প্রদান করেন।


অনুষ্ঠান শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত জোন অধিনায়ক ও বিদায়ীজোন অধিনায়ক ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক পিএসসিকে ক্রেস প্রদান করে সম্মাননা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত