কেপিএমের সকল সমস্যা সমাধানে যা করনীয় তাই করা হবে-দীপংকর তালুকদার এমপি

Published: 15 Jan 2019   Tuesday   

রাঙামাটি আসনের নব-নির্বাচিত আওয়ামীলীগের সাংসদ  দেয়া দীপংকর তালুকদার বলেছেন, কেপিএমের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা, বকেয়া পাওনাসহ মিলের সকল সমস্যা সমাধানে যা যা করনীয় তাই করা হবে। সমস্যা সমাধানে শ্রমিক নেতৃবৃন্দ, কতৃপক্ষ ও মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

মঙ্গলবার কাপ্তাইয়ে রাঙামাটি আসনের নব-নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার এমপিকে দেয়া গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি আরো বলেন, ভোট নিয়ে আমি যে আশা করেছিলাম তার চেয়েও বেশি ভোট কাপ্তাইবাসী আমাকে উপহার দিয়েছে। তিনি সংসদ নির্বচনের মত আসন্ন উপজেলা নির্বাচনেও দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে কাপ্তাই বাসীকে একযোগে কাজ করার আহবান জানান। কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংর্ধনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার জাহিদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ  মফিজুল হক, জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ, উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদের আহবায়ক প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক একরাম হোসেন, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আয়েশা আক্তার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক তানবীর আহমেদ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কাপ্তাই শাখার সাধারন সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা মহিলালীগ সভাপতি মনোয়ারা জাহান,  চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ সামসুদ্দিন, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইউসুফ তালুকদার, চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগ  সভাপতি নেথোয়াই মারমা, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন-সম্পাদক ধনা তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এ আর লিমন,  উপজেলা ক্রীড়া  সংস্থার সাধারন সম্পাদক বির্দশন বড়–য়াসহ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত