খাগড়াছড়িতে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ ইউপিডিএফ সদস্য আটক

Published: 17 Jan 2019   Thursday   

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদসহ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (বিজয়ী বাইশ) এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ আহসান হাবিবের নেতৃত্বে সদর উপজেলার অমৃত কার্বারী পাড়ায় অভিযান চালিয়ে বিলপাড়া ভাইবোনছড়ার শশি কান্তি চাকমার ছেলে কিরণ চাকমা (৩৭) কে ১টি এলজি, ১রাউন্ড এ্যামুনিশন, আদায়কৃত ২হাজার ২টাকা চাঁদা, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র সহ আটক করে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত সরঞ্জামসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, জোন অধীনস্থ এলাকায় যেকোন সন্ত্রাস ও দমনে সচেষ্ট রয়েছে নিরাপত্তাবাহিনী, এ বিষয়ে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবেও জানান তিনি।

 

ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা জানান, আটককৃত ব্যক্তি সাধারণ গ্রামবাসী। ইউপিডিএফ’র ভাবমূর্তি ক্ষুন্ন করতে তাকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত