স্বামীকে ফিরে পাওয়ার জন্য ছেলের অপহরণ নাটক সাজালেন মা

Published: 17 Jan 2019   Thursday   

নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য নিজের ছেলেকে দিয়ে অপহরণ নাটক সাজালেন মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগম।

 

খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ শাহাদাৎ হোসেন টিটো জানান মুন্সিগঞ্জ জেলার নয়গাও গ্রামের বাসিন্দা বিলকিছ বেগম তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার স্বামী তার কাছ থেকে তার ছেলেকে অপহরণ করেছে মর্মে তার স্বামী জাকির হোসেন, তার স্বামীর দ্বিতীয় স্ত্রী হাজেরা বেগমসহ চার জনের বিরুদ্ধে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। মামলায় তিনি উল্লেখ করেন বিগত ১১/০১/২০১৯খ্রিঃ রোজ শুক্রবার তারিখ আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় সংগগ্ন ইসলামপুর রাস্তা থেকে বাদীনিকে মারধর করে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। তার মামলার পরিপেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগ খানা খাগড়াছড়ি সদর থানার এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিলে, খাগড়াছড়ি সদর মডেল থানার দুটি পুলিশ টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা ও বাদীর পিত্রালয় চাঁদপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিগত ১৬/০১/২০১৯ তারিখ বুধবার বাদীর পিতা শহীদ মিয়ার বাড়ী থেকে তার ছেলে (ভিকটিমকে) উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ বলেন এটি একটি সাজানো অপহরণ নাটক। যা বাদী তার স্বামী ফিরে পাওয়ার জন্য করেছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত