কাপ্তাইয়ে দু`দিনব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু

Published: 20 Jan 2019   Sunday   

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার থেকে দু`দিন ব্যাপী "জাতীয় শিশু পুরস্কার শুরু হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, উপজেলা অফিসার্স ক্লাব এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একযোগে শুরু করা হয়  জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দু`দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গোলাম গফুর, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রতন দেব, সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, কাপ্তাই ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, কাপ্তাই মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর বেগম মিতা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাব সদস্য সাংবাদিক নুর হোসেন মামুন, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক থোয়াইসাপ্রু মারমাসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতার প্রথমদিনে সাহিত্য এবং ক্রীড়া বিষয়ে দু`শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।

--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত