রাঙামাটিতে একটি বাড়ি একটি খামারের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Published: 20 Jan 2019   Sunday   

রাঙামাটিতে যুব উন্নয়ন অধিদপ্তর ও পল্লী ও সমবায় বিভাগ এর যৌথ উদ্যোগে একটি বাড়ি একটি খামারের ৩য় প্রকল্পের উপকারভোগীদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরে যুব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রাঙ্গামাটি যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা।

 

সভায় বক্তারা বলেন, নিজের জীবনে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বর্তমান সরকারের উন্নয়নের রোল মডেলে সামিল হওয়ার আহবান জানান তারা।

 

প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তাসহ বরকল উপজেলার ৪০ জন উপকারভোগীরা প্রশিক্ষণে অংশগ্রহন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত