পাহাড়িয়া মন এ অংশ গ্রহণকারী স্থানীয় শিল্পীদের সম্মানি চেক প্রদান

Published: 22 Jan 2019   Tuesday   

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় রামগড়ের শিল্পী,কলাকুশীদের প্রশংসা ভূমিকা অনস্বীকার্য্য। বৃটিশ আমলের মহকুমা রামগড় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, বিজিবি জন্মস্থানসহ অনেক ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক। রামগড়ের গিরি তরঙ্গ শিল্পীগোষ্ঠী সহ অনেক সামাজিক সংগঠন তৎকালীন মহকুমা শহর রামগড় সাংস্কৃতিক অঙ্গনকে মাতিয়ে রেখেছিল। ঐতিহ্যের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।


জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান "পাহাড়িয়া মন" এ অংশগ্রহণকারী স্থানীয় শিল্পীদের সম্মানি চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি কংজরী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান "পাহাড়িয়া মন`" এর দুই বছর পূর্তি অনুষ্ঠান রামগড়ে সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলকে সাধুবাদ জানান।


রামগড় অডিটরিয়ামে সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরার সভাপতিত্বে শিল্পীদের সন্মানী চেক বিতরণ ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত।


বক্তব্য রাখেন রামগড় সার্কেলের সহকারি অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোঃ ফরহাদ, সাবেক তথ্য অফিসার সুরেশ মোহন ত্রিপুরা, রামগড় পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত