লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের কর্মী নিহত

Published: 29 Jan 2019   Tuesday   

রাঙামাটির লংগদুতে দুর্বৃত্তদের গুলিতে মঙ্গলবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছে। তার নাম পবিত্র চাকমা ওরফে তোষন (৪২)। এ ঘটনার জন্য ইউপিডিএফের পক্ষ থেকে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) জনসংহতি সমিতিকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।

 

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে পবিত্র চাকমা ও অন্য একজন ইউপিডিএফ কর্মীকে নিয়ে  সাংগঠনিক কাজে উপজেলার ভূইয়োছড়ায় (ডানে লংগদু) গেলে মহালছড়ির মুবাছড়ি থেকে ১০-১২ দুর্বৃত্ত তাদের উপর অতর্কিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে পবিত্র চাকমা নিহত হন। তবে অন্যজন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। নিহত পবিত্র চাকমা হেম চন্দ্র কার্বারী পাড়ার শান্তি প্রিয় চাকমার ছেলে। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

 

এদিকে, ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন। তবে এমএন লারমা গ্রুপের (সংস্কারবাদী) জনসংহতি সমিতির সহ-সাধারন সম্পাদক প্রশান্ত চাকমা এ ঘটনায় তার সংগঠন জড়িত নয় দাবী করে জানান ইউপিডিএফের অভ্যন্তরীন কোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকতা রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পবিত্র চাকমা নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত