কাপ্তাই শহীদ সামশুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Published: 30 Jan 2019   Wednesday   

বুধবার কাপ্তাই শহীদ সামশুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও স্কুলের সিনিয়ার শিক্ষিকা দীপ্তি রানী দাশের অবসরকালীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা। স্কুলের প্রধান শিক্ষক মোঃ হানিফ। এতে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ) সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, অভিভাবক প্রতিনিধি মীর মুহাম্মদ মহসিন, কাপ্তাই শিশু নিকেতনের অধ্যক্ষ রেহেনা পারভীন এবং কাপ্তাই উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নুর বেগম মিতা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক উত্তম কুমার শীল,  শিক্ষার্থী সাদিয়া মাহাজাবিন দীয়ামনি ও নুসরাত জাহান স্নিগ্ধা। 

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা বলেন, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য জ্ঞানার্জনের বিকল্প নেই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, তাই শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়ে থাকে এই সরকার। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত