বরকলের রাম ছড়া গ্রামে অগ্নিকান্ডে বসতবাড়ি পুঁড়ে ছাঁই

Published: 30 Jan 2019   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের রাম ছড়া গ্রামের বাসিন্দা শান্তি বিকাশ চাকমা (২৬) পিতা লক্ষী কুমার চাকমার বসতবাড়ি মঙ্গলবার চুলার আগুনে পুড়েঁ গেছে। আগুনে ঘরের সমস্ত মালামালসহ সোলার ব্যাটারী ৮০ মন ধান,হলুদ ও কলা বিক্রির নগদ ৩০ হাজার টাকা আসবাবপত্র হাঁড়ি পাতিল সম্পুর্ন পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। ঘরের কোন কিছু রক্ষা করতে পারেনি। বর্তমানে সহায় সম্বল হারিয়ে শান্তি বিকাশ চাকমার পরিবার মানবেতর জীবন যাপন করছে।

 

জানা যায়,  মঙ্গলবার শান্তি বিকাশ চাকমা ও তার স্ত্রী জুমে হলুূদ তুলতে গেলে বাড়িতে কেউ ছিলনা। অসাবধানতার কারনে চুলার আগুন থেকে আগুনের সুত্র পাত হলে মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরের সমস্ত কিছু গ্রাস করে নেয়। যার কারনে ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি বলে ক্ষতিগ্রস্ত শান্তি বিকাশ চাকমা জানিয়েছেন। আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা রাম ছড়া গ্রামের শান্তি বিকাশ চাকমার বসত বাড়িটি আগুনে পুঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান ইউনিয়ন পরিষদ ও গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত