বরকলে মৎস্য চাষ ও নারীর ক্ষমতায়নের উপর প্রশিক্ষন অনুষ্ঠিত

Published: 30 Jan 2019   Wednesday   

বুধবার বরকল বরকল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মৎস্য চাষ ও নারীর ক্ষমতায়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদের হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্র ধান অথিতি ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ শহীদুল্লাহ। এসময় আরো অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিধান চাকমা বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক রুপক বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, নারীর অধিকার কিংবা ক্ষমতায়ন করতে হলে নারীদের এগিয়ে আসার পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে। নারী পুরুষ উভয়ে মিলে এ ঘুনেধরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে এক নতুন সমাজ ব্যবস্থা তৈরী করতে পারলে নারী পুরুষের মধ্যে বৈষম্য অনেকটা দুর করা সম্ভব হবে। এছাড়া ও আর্থ- সামাজিক অবস্থার পরিবর্তন করতে অন্যান্য চাষের পাশাপাশি মৎস্য চাষ করা জরুরী বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত