সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষে খাগড়াছড়িতে সেমিনার

Published: 30 Jan 2019   Wednesday   

সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষে বুধবার খাগড়াছড়ি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি টাউন হলে খাগড়াছড়ি পৌরসভা ও আরটিএ’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, বিআরটিএ’র চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ্, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় মোটরযান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। 

 

সেমিনারে বক্তারা যানবাহন চালানোর ক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে চলা, ফিটনেসবিহীন গাড়ি না চালানোর আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত