বিলাইছড়িতে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Published: 31 Jan 2019   Thursday   

“পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন”-প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) পুলিশ সেবা সপ্তাহ  শুরু হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে  বিলাইছড়ি থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান দিক এবং উপজেলা পরিষদ মিলনায়তন প্রদক্ষিণ করে আবার থানার সামনে এসে শেষ করা হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে পুলিশ সেবা সপ্তাহ সফল হোক শ্লোগান ধরা হয়।

 

র‌্যালিটিতে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর নেতৃত্বে আরও অংশগ্রহণ করেন সোনালী ব্যাংক বিলাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক অনিল কান্তি চাকমা, কৃষি ব্যাংক বিলাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপক মৃদুময় চাকমা, বীর মুক্তিযোদ্ধা ও বাজার পরিচালনা কমিটির সভাপতি শাক্য প্রিয় বড়–য়া ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পুলিশ বাহিনী ও উপজেলার সর্বস্থরের জনগণ।

 

র‌্যালি শেষে থানার সামনে সংক্ষিপ্ত পরিসরে  পথসভার আয়োজনের মাধ্যমে পারভেজ আলী বলেন, আসুন আমরা সবাই মিলে অঙ্গীকার করি আমরা সকল প্রকার মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, হত্যা, গুম ও অপহরণকে প্রশ্রয় দেব না। তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর সমাজ তথা দেশ উপহার দিতে পারব।

 

উল্লেখ্য, এবারের পুলিশ সেবা সপ্তাহ ২৯ জানুয়ারি শুরু হয় এবং ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত