বাঘাইছড়িতে অনিদির্ষ্টকালের জন্য ডাকা হাট বাজার বর্জন কর্মসুচি স্থগিত

Published: 01 Feb 2019   Friday   

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সন্তু লারমা) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অনিদির্ষ্টকালের জন্য হাট বাজার বর্জন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের আশ্বাসে ও এসএসসি পরীক্ষা থাকার কারণে  সন্তু লারমার নেতৃত্বাধীন এই বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সংগঠনের নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই কর্মসূচির ডাক দেয়। 

 

শুক্রবার জনসংহতি সমিতির তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক বাঘাইছড়ি উপজেলা সম্পাদদ দয়াসিন্ধু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, গেল ৪ জানুয়ারী উপজেলায় বাবুপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারপন্থী) কর্মী বসু চাকমা নিহত হন। পর দিন ৫ জানুয়ারী প্রভাত কুসুম চাকমা  প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের ২৭ জন নেতাকর্মী ও সমর্থকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরো একটি অস্ত্র আইনের মামলা দায়ের করে। এই মিথ্যা ও য়ড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে গেল ১৬ জানুয়ারী ৪৮ ঘন্টা সড়ক ও নৌপথ পথ অবরোধ পালন করেছিল।

 

এছাড়া ওইদিন থেকে অনির্দিষ্টকালের জন্য উপজেলার সকল হাট বাজার বর্জনের কর্মসুচি শুরু হয়। স্থ’ানীয় প্রশাসনের আশ্বাসে ও এসএসসি পরীক্ষা থাকার কারণে শুক্রবার থেকে এই হাট বাজার বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা  এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যহার করা না হলে পরবর্তীতে আরো  কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে প্রেস বার্তায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত