খাগড়াছড়িতে রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান

Published: 02 Feb 2019   Saturday   

খাগড়াছড়ি জেলা সদরের ১ নং গড়গর্য্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হয়েছে।

 

প্রয়াত রজনী কুমার দেওয়ান ১৯৫০ সালের বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রজনী কুমার দেওয়ান পুত্র কন্যাদের উদ্যোগে এই বৃত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

উদ্যোক্তারা জানান, বৃত্তির জন্য এক লক্ষ টাকা ব্যাংকে এফডিআর করে রাখা হয়েছে। সেই টাকার এক বছরের সুদ সমূহ ১নং গড়গর্য্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ মেধাবী এক ছাত্র ও এক ছাত্রীকে বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রতি বছর এই বৃত্তি প্রদান করা হবে। মূলত শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রথম বার ৫ম শ্রেণির সবিতা চাকমা ও পরশ মনি তালুকদার দুইজন শিক্ষার্থীকে  এ বৃত্তি প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ বৃত্তির সংখ্যা বাড়ানো হবে হবে বলে জানান রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বোর্ডের সভাপতি সংঘমিত্র দেওয়ান।

 

রজনী ও কানন বালা দেওয়ান মেমোরিয়াল বোর্ডের সভাপতি সংঘমিত্র দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, ত্রিশুল চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতিত্তম চাকমা, দিলীপ কুমার দেওয়ান উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত