জুরাছড়ি উপজেলায় দু’ইউনিয়নে ভিজিডি সুবিধাভোগীদের রক্ষিত সঞ্চয় বিতরণ

Published: 02 Feb 2019   Saturday   

শনিবার জুরাছড়ি উপজেলার মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ভিজিডি সুবিধা ভোগীদের মাঝে রক্ষিত সঞ্চয় পৃথক পৃথক ভাবে বিতরণ করা হয়েছে।

 

মৈদং ইউনিয়নের জামিরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব মৈদং ইউনিয়নের ৩৩৭ জন ভিজিডি (২০১৭-১৮) চক্রের সুবিধাভোগীর মাঝে প্রায় ১৬ লক্ষ ৩১ হাজার টাকা বিতরণ করা হয়। মৈদং ইউনিয়ন পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে রক্ষিত চঞ্চয় বিতরণী সভায় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বিশেষ অতিথি ইউপি সচিব সুমন চাকমা, লাল বিহারী চাকমা, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যগণসহ স্থানীয় হেডম্যান-কার্ব্বারীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, বর্তমান সরকার উন্নয়ন মূখী সরকার। এ সরকার দেশে ভৌগলিক সীমা রেখার মধ্যে যে সব মানুষ দরিদ্র বসবাস করছে তাদের জীবন মান বদলে দিতে চাই। এই দেশকে পৃথিবীর মধ্যে একটি ধনশীল রাষ্ট্র হিসেবে চিহিৃ করতে চাই সরকার। সুতরাং জুরাছড়ি মানুষ যদি গরিব অবস্থায় তাকলে বাংলাদেশ কোন দিন ধনি রাষ্ট্র হতে পারবে না।

 

সবার মাজে সৃষ্টিশীল মানসিকতা তাকলে আগামী সমাজ ব্যবস্থ্য অবশ্যই বদলে যাবে। দুস্থ্য কিংবা দরিদ্র লোকরা ধনি হবে, আত্ম সামাজিক পরিবর্তন ঘটবে। রাষ্ট্রে উদ্দেশ্য সফল হবে।

 

এদিকে দুমদুম্যা ইউনিয়নে বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমার সভাপতিত্বে ৭ লক্ষ টাকা ভিজিডি সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত