রাঙামাটিতে ইউপিডিএফ সমর্থিত পিসিপির জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে অস্ত্রসহ আটক

Published: 02 Feb 2019   Saturday   

রাঙামাটির কুতুকছড়ির উত্তর পাড়া এলাকায় শনিবার অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমাকে একটি বিদেশী পিস্তল,৫ রাউন্ড গুলি ও নগদ ৪ লক্ষ টাকাসহ আটক করে। আটক কুনেন্টু চাকমা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার অন্যতম আসামী বলে পুলিশ জানিয়েছে।


রাঙামাটি কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ার জানান, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার দুপুরের দিকে কুতুকছড়ির উপর পাড়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় ইউপিডিএফ এর বেশ কয়েক জন সদস্য একত্রিত হয়ে চাঁদার টাকা ভাগাভাগি বন্টন নিয়ে বৈঠক করছিল। অভিযানের সময় কুনেন্টু চাকমাকে গ্রেফতার করা গেলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ৪ টি মোবাইল ও ইউপিডিএফ এর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত