“মমতাময়ী মা”/অতিথি কবি

Published: 04 Feb 2019   Monday   

মা তোমায় ডাকি  তুমি দাও না কেন সাড়া,

তুমি ছাড়া এ ভুবনে আমি  যে সর্বহারা।

কত কষ্ট দিয়েছি, মা  তুমি সইছো হাসি মূখে,

শত কষ্টের মাঝেও তুমি লুকিয়ে রেখেছো বুকে।

মা তুমি নিজে আগে না খেয়ে খাইয়ে দিয়েছো আমায় আগে,

সবার শেষে খেতে গিয়ে না পেয়েছো ভাগে।

তাতেও তোমার নেইকো কোন  দুঃখ তোমার হাসি ভরা মূখে,

আমার জন্য ত্যাগ করেছো মাগো তোমার সুখ।

বড় হয়ে মাগো তোমায় গেছি আমি ভুলে,

অভিমানে তাই বুঝি মা তুমি চলে গেছো বহু দূরে?

 আমি তোমার জন্য শুধু  কাঁদি দিবা-রাত্রি,

তোমার বুকটা খুলে দেখো মাগো  আমি তোমায় কতো ভালোবাসি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত