মিথ্যা নিউজ ও অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

Published: 06 Feb 2019   Wednesday   

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ পরিচালিত একটি নিউজ পোর্টালে খাগড়াছড়ি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও চেয়ারম্যান উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা ও বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যা ও বানেয়াট সংবাদ পবিরেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে জেলা আওয়ামীলীগ।

 

বুধবার দুপুরে খাগড়াছড়ি কদমতলীস্থ এমপি বাংলোর হল রুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন সারা দেশের ন্যায় খাগড়াছড়ি ও যখন এগিয়ে যাচ্ছে তখন নব্য রাজাকাররা জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সাংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা রাজাকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মানে। তারা দেশের সেনাবাহিনী ও বর্তমান সংসদ কুজেন্দ্রলাল ত্রিপুরা সুনাম নষ্ট করার জন্য এ কুচাক্রান্ত করছে।

 

তিনি ইউপিডিএফ সমর্তিত পাহাড়ী ছাত্র পরিষদ পরিচালিত এ নিউজ পোর্টালটি দ্রুত বন্ধের জন্য সরকারের কাছে দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়–য়া, যুগ্ন সম্পাদক মংক্যচিং চৌধুরী, সাংগঠনিক সম্পাদক  ও পার্বত্য জেলা পরিষদ সদস্য এড,আশুতোষ চাকমা, যুব বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ^র ত্রিপুরা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে মাননীয় চেয়ারম্যান এর একান্ত সচিব খগেন্দ্র ত্রিপুরা স্বাক্ষরিত প্রেস বার্তায় জানান উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সেনাবাহিনীকে জড়িয়ে সিএইচটি নিউজডটকমের প্রকাশিত সংবাদের  তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বিবৃতিতে তিনি জানান সংবাদটি সর্ম্পর্ন মিথ্যা  বানোয়াট ও ভিত্তিহীন। মূলত সরকার দলীয়  জনপ্রিয় এই সাংসদকে সরকার ও সেনাবাহিনীর সাথে সুসর্ম্পক অবনতি ঘটানোর হীন  উদ্দেশ্যে কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। তিনি উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

উল্লেখ্য, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ কর্তৃক পরিচালিত সিএইচটি নিউজ নামে একটি নিউজ পোর্টাল থেকে খাগড়াছড়ি থেকে নির্বাচিত এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সেনাবাহিনীকে নিয়ে একটি নিউজ প্রচার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত