জুরাছড়িতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরির্দশনে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী

Published: 09 Feb 2019   Saturday   

জুরাছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবয়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরির্দশন করেছেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই।

 

পরিদর্শনকালে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই সকালে বনযোগীছড়া ইউনিয়নে প্রায় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ছাত্রবাস ভবনের কাজ, উপজেলা বিশ্রামাগার ও সীমানা দেওয়াল, উপজেলা ছাত্রী ছাউনী, শেখ রাসেল স্মৃতি লাইব্রেরী ভবন, পানছড়ি ভুবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেওয়ালের কাজ গুনগত মান পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের দিক নির্দেশনা প্রদান করেন।


এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সদস্য রূপ কুমার চাকমাসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


জলা পরিষদের নির্বাহী প্রকৌশলী ক্য হলা খই বলেন,রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলার মধ্যে জুরাছড়ি উপজেলায় যে উন্নয়ন হয়েছে না দেখে বুঝা যায় না। গৃহীত প্রকল্প গুলো সচ্চ ভাবে বাস্তবায়িত হওয়াই সকল উন্নয়ন প্রকল্প জনগনের সামনে এখন দৃশ্যমান। জুরাছড়ি ক্রমান্যয়ে মডেলে রূপান্তর হচ্ছে।


তিনি আরো বলেন, অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে। কোন কাজ অসমাপ্ত অবস্থায় পরে থাকবে না।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার উন্নয়ন মূখী সরকার। প্রান্তিক এলাকায় উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সরকার সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত