খাগড়াছড়িতে কৃষি উপকরণ বিতরণ

Published: 10 Feb 2019   Sunday   

রোববার খাগড়াছড়িতে বাগান চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে উপকরণ বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাছির আহাম্মদ চৌধুরী, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মানিক মিয়া, উপ সহকারি কৃষি কর্মকর্তা নীতি ভূষণ চাকমা, মংনো মারমা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি কৃষি বিভাগ সদর উপজেলা কার্যালয় থেকে দুইটি প্রকল্পের অধীনে মোট ৩০ জন কৃষককে চারা, সার, বালাই নাশক, কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়। উপকরনের মধ্যে রয়েছে  বিভিন্ন ফলের চারা, সার, বালাই নাশক, ফরোমন ফাঁদ, ফুটপাম্প ও কৃষি যন্ত্রপাতি।

 

সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাছির আহাম্মদ চৌধুরী জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে বাগান চাষী ও নতুন বাগান করার আগ্রহীদের এই সহায়তা প্রদান করা হচ্ছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত