স্বাভাবিক জীবনে ফেরত আসায় ইউপিডিএফের এক কর্মীর পরিবারকে পূণর্বাসন করলো সেনাবাহিনী

Published: 12 Feb 2019   Tuesday   
no

no

পরিবার-পরিজন নিয়ে সৎভাবে বেঁচে থাকার তাগিদে ৩৬ বছরের সশস্ত্র জীবনের সম্পর্ক ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরত আসায় আনন্দ চাকমা ওরফে পরিচিতি চাকমার নামের ইউপিডিএফের এক কর্মী পরিবারকে পূর্নবাসন করেছে মহালছড়ির সেনাবাহিনী। তার বাড়ী দীঘিনালা উপজেলার ভৈরবা নয়া পাড়া এলাকায়। 

 

মঙ্গলবার মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ পিএসসি`র স্বাভাবিক জীবনে ফেরত আসা আনন্দ চাকমার পরিবারকে অনুষ্ঠানিকভাবে পূর্নবাসন করেন।


জানা যায়, গেল বছরের ৫ ডিসেম্বর সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করা পর আনন্দ চাকমা ৭ ডিসেম্বর খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে গেরিলা জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পর নিজের ও পরিবারের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে সরকারের কাছে নিরাপত্তা ও পূনর্বাসনের দাবি জানান। এরই প্রেক্ষিতে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক’র নির্দেশনায় মহালছড়ি জোনের সার্বিক তত্বাবধানে আত্মসমর্পণ করা আনন্দ চাকমার পরিবারের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রদান করা হয় এবং একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরির ব্যবস্থা ও তার মেয়ে আরতি চাকমা (৩৬) কে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অফিস সহকারী হিসেবে নিয়োগ দেয় সেনাবাহিনী। এছাড়া আনন্দ চাকমার ছেলে পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছে বলে জানা গেছে।


মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ পিএসসি জানান, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলের সশস্ত্র সন্ত্রাসী সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ খোলা রয়েছে। যেসব সন্ত্রাসী অস্বাভাবিক জীবন পরিহার করে দেশ ও দেশের সংবধিান বিশ্বাস করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সরকার তাদেরকে যথাযথভাবে পূনর্বাসনের উদ্যেগ নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত