বরকলের খুব্বাং বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

Published: 13 Feb 2019   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ঠেগা খুব্বাং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার  উপজেলা প্রশাসন থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৪টায় একটি চায়ের দোকান থেকে  আগুন লেগেই দুটি বাজার সেড ৩৬টি দোকান সহ বসতবাড়ি পুড়েঁ গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

 

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন উপজেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের  মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন। এতে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি গ্রহন করেন ঠেগা খুব্বাং নিম্ন মাধ্যমিক প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা।  ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে প্রতি পরিবারকে মিনিকেট চাউল ৫কেজি সোয়াবিন তৈল ১ লিটার চিনি ১কেজি মশুর ডাল ১কেজি লবন  ১কেজি চিড়া ১কেজি টোষ্ট বিস্কুট ১কেজি মুড়ি ৫০০ গ্রাম মোমবাতি ১ডজন ও গ্যাস লাইট ১ডজন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃরোকনুজ্জামান  জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে প্রাথমিকভাবে এসব ত্রাণ সামগ্রি দেয়া হয়েছে। তবে পরবর্তীতে আরো সরকারীভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারদের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত