খাগড়াছড়িতে বসন্ত উৎসব পালন

Published: 13 Feb 2019   Wednesday   

পাহাড়ে বসন্তের হাওয়া লেগেছে। বুধবার  পহেলা ফাল্গুন দিনে খাগড়াছড়ি সরকারি কলেজের উদ্যোগে প্রথমবারের মত বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে।

 

বসন্ত উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বসন্তের আলোচনা সভা ও পিঠাপুলির প্রদর্শন করা হয়। এতে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আহম্মেদ নবী সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুস সালাম, মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জাহিদ হাসান, আহসান পারভেজ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।  এর বসন্ত উৎসব উপলক্ষে শহরে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। এতে বাসন্তি শাড়িসহ বিচিত্র সাজে শিক্ষার্থীরা অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত