জনসচেতনতা বৃদ্ধিতে পানছড়িতে আলোচনা সভা

Published: 13 Feb 2019   Wednesday   

খাগড়াছড়ির  পানছড়িতে দেশের  উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা তথ্য অফিস আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।  জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, লোগাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাপান চাকমা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকার বদ্ধপরিকর।  সরকার অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গীবাদ নির্মূল করতে কাজ করছে।  দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে এসব বিষয়ে জনগনকে সচেতন হতে হব। বক্তারা বলেন, জনগন সচেতন হলেই ভিশন ২০২১ ডিজিটাল বাংলাদেশ এবং এসডিজির লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত