সভাপতি সুনীল কান্তি দে এবং সাধারণ সম্পাদক সিন্টু

Published: 18 Feb 2019   Monday   

জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ, রাঙামাটি জেলা শাখার  উদ্যোগে গেল  বৃহস্পতিবার ও শুক্রবার  দুইদিন ব্যাপী প্রশিক্ষণ, প্রতিযোগীতা ও জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জলার দ্বিবার্ষিক ম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন  সুনীল কান্তি দে এবং সাধারণ সম্পাদক স্নেহাশীষ বড়ুয়া সিন্টু।

 

জেলা  শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক   স্নেহাশীষ বড়ুয়ার (সিন্টু) স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, প্রথম দিনে প্রথম অধিবেশনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে উদ্বোধন করেন এই অনুষ্ঠানের উদ্ভোধন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ রাঙামাটি জেলা শাখা সাবেক সভাপতি নিরূপা দেওয়ান।। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দ্বিবার্ষিক সম্মেলন উৎযাপন কমিটির আহ্্বায়ক,সুনীল কান্তি দে ।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি আহমেদ শাকিল হাসমী, সহযোগী অধ্যাপক, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ময়মনসিংহ, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মামুনুল ইসলাম। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মামুনুর রশীদ। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থী এবং প্রতিযোগীদের মধ্যে সনদপত্র বিতরণ করে। পরে অনুষ্ঠিত হয় জেলার দ্বিবার্ষিক সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সুনীল কান্তি দে এবং সাধারণ সম্পাদক  স্নেহাশীষ বড়ুয়া সিন্টু।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত