বরকলের বড়হরিণায় ঘূর্ণিবাতাস ও শিলা বৃষ্টিতে ২১টি বসতবাড়ি দোকান ঘর বিধ্বস্ত

Published: 19 Feb 2019   Tuesday   

 রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নের গেল রোববার দুপুর ২টায় হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে মহাল ছড়ি গ্রামের ১০টি বসতঘর ও শ্রীনগর বাজারের ১১টি দোকান ঘর সম্পুর্ন বিধ্বস্ত হয়। পাকাধান ও  ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউনিয়নের মেম্বার কল্লোল চাকমা ও শুভরাজ চাকমা জানিয়েছেন।

 

 জানাযায়- রোববার দুপুরে হঠাৎ ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টি শুরু হলে সীমান্তবর্তী বড় হরিণা ইউনিয়নের মহালছড়ি গ্রামের ইদুজয় চাকমা প্রীতি মিলন চাকমা প্রাণময় চাকমা কৃপাধন চাকমা মিন্টু চাকমা নতুন মনি চাকমা সবিনয় চাকমা প্রদীপ চন্দ্র চাকমা মিঠুন চাকমা ও শুভাশীষ চাকমার বসত বাড়ি শ্রীনগর বাজারের দোকানদার শান্তি ময় চাকমা শান্তি প্রিয় চাকমা সূচিভুষণ চাকমা দেবমুনি চাকমা স্বপন চাকমা মনুরাম চাকমা সাধন চাকমা বিনয় চাকমা নিউটন চাকমা রিপন চাকমা ও তরুনী কুমার চাকমার দোকান ঘরের  ছালা বেড়া ঘরের টিন বাতাসে উড়ে নিয়ে গেছে। আবার কারোর বাড়ি একেবারে মাটিতে ফেলে দিয়েছে। ঘরের হাড়িঁ পাতিল সহ বিভিন্ন মালামাল ও বাতাসে উড়ে গেছে। এছাড়াও বসতঘর ও দোকান ঘরের পাশাপাশি কালা ধন চাকমা প্রগতি চাকমা ললিত কুমার চাকমা ও জ্ঞানেন্দু চাকমার ক্ষেতের পাকা ধান ও ফলজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতি গ্রস্ত পরিবার গুলো খুবই কষ্টে দিনাতিপাত করছে বলে জানিয়েছেন বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা।

 

 উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থ পরিবারদের তালিকা করার জন্য বলা হয়েছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্থ পরিবারদের সাহায্য সহযোগীতা করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত