রাজস্থলীতে পশুপালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Published: 20 Feb 2019   Wednesday   

রাজস্থলীতে কারিকাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে দুদিন ব্যাপী পশুপালন ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।

 

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের হল কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় পশু সম্পদ লালন পালন হিসেবে প্রশিক্ষণে প্রশিক্ষক ভুমিকা পালন করেন, উপজেলা পশুসম্পদ কর্মকতা ডা. শমর রঞ্জন বড়–য়া ও উপজেলা এগ্রো-ইকোলজি কর্মকর্তা সাধন রঞ্জন চাকমা। কর্মশালার দ্বিতীয় দিনে  পরিবেশ সম্মত চাষাবাদ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

 

কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামের হত দরিদ্রদের নিয়ে সমিতি গঠন করে জীবিকার উন্নয়নের জন্য বিভিন্ন পশু সম্পদ ও কৃষি পেশা প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রশিক্ষনে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের সুবিধাভোগী নারী-পুরুষ ৪০জন অংশগ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত