রাঙামাটিতে জাপানী মহিলা রেষ্টলারদের রেষ্টলিং প্রদর্শন

Published: 19 Feb 2019   Tuesday   

জাপানের তিন পেশাদারী মহিলা রেষ্টলাররা মঙ্গলবার রাঙামাটিতে মনোমুগ্ধকর রেষ্টলিং এর প্রদর্শন করেছেন। জাপানের সাথে বন্ধুত্ব বাড়াতে ও রেষ্টিলিং পেশায় উৎসাহ সৃষ্টিতে এই তিন মহিলা রেষ্টলার রাঙামাটিতে দুদিনের সফর করছেন। 

 

জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও পিয়োর উইমেন্স প্রো-রেষ্টলিং সৌজন্য কুমার সমিত রায় জিমনেসিয়ামে জাপানের পেশাদারী তিন মহিলা রেষ্টলার তাদের রেষ্টলিং এর প্রদর্শন করেন। তিন রেষ্টলার হলেন টিম লিডার কমান বলসাই, মানামি কাটসু ও মারী মানজি। তিন রেষ্টলার প্রায় ১৫ মিনিট ধরে তাদের রেষ্টিলিং এর নৈপন্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলেন।


রেষ্টলিং এর প্রদর্শন শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নিরুপা দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উজনী চাকমা। এর আগে বিশিষ্ট ক্যারাটের প্রশিক্ষক যশশ্বী চাকমার পরিচালনায় শিশুদের ক্যারাটি প্রদর্শন করা হয়।


জাপানের পেশাদারী এই তিন মহিলা রেষ্টলার রাঙামাটিতে দুদিনের সফরকালে জিমনেসিয়ামে রেষ্টলিং এর প্রদর্শন  ছাড়াও বুধবার বিকাল ৪টায় মোনঘর শিশু সদনে রেষ্টলিং এর প্রদর্শন করবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত