কাপ্তাই পলিটেকনিক ইনষ্টিটিউটে সিএসই কনফারেন্স অনুষ্ঠিত

Published: 20 Feb 2019   Wednesday   

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের হাতেখড়িসহ তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স ৩য় বারের মতো কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) অনুষ্ঠিত হয়েছে। 

 

গেল  শনিবার ও রোববার দুইদিন ব্যাপী বিএসপিআইয়ের সিভিল উড অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনফারেন্সে প্রায় ৩`শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ কর্মসূটিতে সহায়তা করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান "আলফা নেট"।

 

কানফারেন্সে কম্পিউটার প্রকৌশলীরা তথ্য প্রযুক্তির আপডেট ভার্সন, প্রোগ্রামিং, মাইক্রোসফট সফটওয়্যার ডেভেলপমেন্ট, স্টাটিং ইউর ক্যারিয়ার ওয়েব ও ডাটাবেইস ডেভেলপমেন্ট, আউটসোর্সিং ,মোবাইল অ্যাপস ও তথ্য প্রযুক্তিতে উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক ক্লাস নেয়।

 

 কনফারেন্সে আলোচনায় অংশ নেয় বিএসপিঅাইয়ের অধ্যক্ষ প্রকৌশলী অাশুতোষ নাথ, বিএসপিঅাইয়ের কম্পিউটার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, আলফা নেটের ফাউন্ডার প্রকৌশলী আবু সুফিয়ান হায়দার, সিএসই কনফারেন্সের উদ্যোক্তা প্রকৌশলী মোঃ ইসরাফিল মাসুমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষিকারা।

 

 বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ বলেন, শিক্ষার্থীরা আইটির উপর ক্যারিয়ার গঠনে সঠিক সিদ্ধান্ত নিতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই প্রতিষ্ঠানে কর্মশালাটি আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। 

 

উল্লেখ্য, গেল মে মাসে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’র মাধ্যমে এ কর্মসূচির শুরু হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত