পানছড়িতে ইউনিয়ন মেধা বৃত্তি ও মাতৃত্ব সেবা প্রদানকারী নিঃস্ব মা’দের পরিবহণ সেবা বাবদ নগদ অর্থ প্রদান

Published: 22 Feb 2019   Friday   

আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন পরিষদ কতৃক ইউনিয়ন মেধা বৃত্তি ও ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মাতৃত্ব সেবা প্রদানকারী নিঃস্ব মা’দের পরিবহণ সেবা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার ১নং ইউনিয়ন পরিষদ মাঠে এ সব প্রদান করা হয়। এ লক্ষে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাপান্নে চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা।


অনুষ্ঠানে ২০১৮ সালের লোগাং ইউনিয়নের ৫ম শ্রেণির ১০জন, ৪র্থ শ্রেণির ১০জন, ৩য় শ্রেণির ১০জনকে ৫৬ হাজাার টাকা ও ২০১৯ সালে ৫ম শ্রেণির ১০জন, ৪র্থ শ্রেণির ১০জন, ৩য় শ্রেণির ১০জন ও জিপিএ ৮জনসহ মোট ৩৮জনকে ৯৭৬০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়্ও লোগাং ইউনিয়নের ২০১৮ ও ২০১৯ সালে মাতৃত্ব সেবা প্রদানকারী ২৭জন নিঃস্ব মা’দের পরিবহণ সেবা বাবদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।


ইউনিয়ন সেক্রেটারি নিউটন চাকমা সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, লোগাং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ কুমার চাকমা, ইউপি সদস্য সাহেব আলী, রিপন ত্রিপুরা ও শান্তি মিলন চাকমা প্রমূখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত