রামগড়ের প্রবীন ব্যক্তিত্ব হ্লাথোয়াই মারমা’র মৃত্যু: বিভিন্ন মহলের শোক

Published: 23 Feb 2019   Saturday   

বৃটিশ মহকুমা রামগড়ের প্রবীন ব্যক্তিত্ব হ্লাথোয়াই মারমা (৭২)-এর মৃত্যুতে খাগড়াছড়ির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। শনিবার বিকেলে রামগড় শহরের মাস্টার পাড়াস্থ পারিবারিক শ্মশানে অনুষ্ঠিত তাঁর দাহক্রিয়ায় হাজারো মানুষের সমাগম ঘটে। জীবদ্দশায় তিনি রামগড় বহুমুখী সমবায় সমিতি, মারমা উন্নয়ন সংসদ, রামগড় ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদায় শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি মংপ্রু চৌধুরী, জেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক মংসুই প্রু চৌধুরী অপু, রামগড় পৌরসভার মেয়র কাজী মো: শাহজাহান রিপন, ভারপ্রাপ্ত উজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনীন্দ্র ত্রিপুরা, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিশ্ব ত্রিপুরা, রামগড় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি রুই¤্রাচাই কার্বারী, খাগড়াছড়ি জেলা যুবলীগ’র যুগ্ম-সা: সম্পাদক মুকুল চাকমা ও জেলা ছাত্রলীগের সাবেক সা: সম্পাদক মংসাপ্রু মারমা পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, প্রয়াত হ্লাথোয়াই চৌধুরী শুক্রবার সকালে মারা গেলেও বৌদ্ধ ধর্মীয় নিয়মে রবিবার বিকেলে দাহ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত