বিমান ছিনতাইয়ের চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা -পুলিশ মহাপরিদর্শক

Published: 26 Feb 2019   Tuesday   

পুলিশের মহা পরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য যে কোন সময়ের চেয়ে ভালো রয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি পুলিশ লাইন সুখী নীলগঞ্জে নব নির্মিত জেলা পুলিশের অস্ত্রগার, তিনটি উপজেলা থানা ভবন ও একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব মন্তব্য করেন।


উদ্বোধনকালে এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরসহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন করা থানার ভবনগুলো কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও গুলখালী পুলিশ ফাড়ি। উদ্বোধনের পর তিনি পুলিশ লাইন সুখী নীলগঞ্জস্থ জেলা পুলিশ কল্যান সমিতির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এছাড়া বিকালে তিনি বরকল উপজেলার শুভলং পুলিশ ফাড়ি ভবন উদ্বোধন করে। পরে পুলিশ ফাড়ি ভবনের সন্মেলন কক্ষে স্থানীয় লোকজনদের নিয়ে উন্নয়ন ও আইন-শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা করেন।


তিনি আরো বলেন,পার্বত্য এলাকায় পুলিশের সক্ষমতা বাড়াতে সব রকম সুবিধা নিশ্চিত করা হবে। ট্যুরিষ্ট ও নৌ পুলিশের ব্যবস্থা আরো জোরদার করা হবে। পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে যৌথ পরিকল্পনা নেয়া হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত