স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে পার্বত্যাঞ্চলে উন্নয়ন ও সমৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে--পুলিশ মহাপরির্দশক

Published: 27 Feb 2019   Wednesday   

পুলিশ মহা পরির্দশক ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, প্রাকৃতিক সৌর্ন্দয্য মন্ডিত রাঙামাটির অপরুপ সৌর্ন্দয যে কোন মানুষকে আকৃষ্ট করে। এ অঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে উন্নয়ন ও সমৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল চার টায় রাঙমাটির বরকল উপজেলার নতুন নির্মিত চারতলা সুভলং পুলিশ ফাড়িঁ ভবন উদ্ভোধন কালে পুলিশ প্রধান এসব কথা বলেন।

 

ভবন উদ্বোধনের সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ খন্দকার গোলাম ফারুক টুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ মোসলেম উদ্দিন ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ সারোযার হোসেন রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবির খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আহমারুজ্জামান বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান  উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা প্রেস ক্লাব সদস্য নিরত বরন চাকমা সহ সুবলং ইউনিয়ন পরিষদ সদস্য সদস্যা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ভবন উদ্ভোধনের পর ভবনের বিভিন্ন কক্ষ পরির্দশন ও বৃক্ষ রোপন করেন পুলিশ পরির্দশক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত