বরকলে জাতীয় ভোটার দিবস পালিত

Published: 01 Mar 2019   Friday   

ভোটার হব ভোট দেব- এ প্রতিপাদ্যকে নিয়ে শুক্রবার সারা দেশের ন্যায় বরকল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

 

 উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিন বরকল মডেল থানার ওসি তদস্ত মোঃ নুর হোসেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

 

 উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান- নির্বাচন কমিশন ১০ বছর বয়সীদের ডাটা ব্যাজ তৈরী করবে। অপরাধ প্রবণতা রোধ করতে অতি দ্রুত আইডি কার্ড ও স্মাট কার্ড বিতরন করা হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

এ সময় উপজেলা কার্বারী কল্যাণ সমিতির সভাপতি নন্দ বিকাশ চাকমা সাংবাদিক নিরত বরন চাকমা সহ বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

দিবসটির শুরুতেই উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালী বের করে র‌্যালীটি বাজার ও মাঠ এলাকা প্রদক্ষিণ শেষে আবার উপজেলা মাঠে এসে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত