ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সেনাবাহিনীকে জড়িয়ে দেয়া মিথ্যা বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়ার দাবী

Published: 02 Mar 2019   Saturday   

খাগড়াছড়ি ৩৩৩ নং সংরক্ষিত পার্বত্য আসন থেকে মনোনিত সংসদ সদস্য বাসন্তি চাকমা গেল ২৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদে বক্তব্য দানকালে ধর্র্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে জড়িয়ে মিথ্যাচার করে যে উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে জাতীয় সংসদের স্পিকারের প্রতি দাবী জানিয়েছেন রাঙামাটি সচেতন নাগরিক সমাজ।

 

শনিবার সকালে রাঙামাটির স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী করা হয়েছে।

 

সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নাগরিক সমাজের আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না। এসময় সচেতন নাগরিক সমাজের পক্ষে কাজী মোহাম্মদ জালোয়া, পল্লব দেওয়ান, রূপকুমার চাকমা, জাহাঙ্গীর কামাল, জামাল উদ্দিন ও মোর্শেদা বেগম উপস্থিত ছিলেন।

 

এই দাবীতে রোববার সকালে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্বারকলিপি প্রদানের কর্মসূচী দিয়েছে নাগরিক সমাজ।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, জাতীয় সংসদের কার্যবিবরনী থেকে সংসদ সদস্যের আপত্তিকর বক্তব্যগুলো এক্সপানঞ্জ করা না হলে ইতিহাসে মিথ্যাচার ভাষণটি দলিল হয়ে প্রকাশ হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত