রাঙামাটিতে ৩দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 03 Mar 2019   Sunday   

রোববার থেকে রাঙামাটিতে ৩দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে রাঙামাটিতে একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীদের (১১ তম ব্যাচের) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। ১১তম ব্যাচের এই প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করে।

 

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রশিক্ষণে উপস্থিত যুবদের উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিহার করে সরকারের প্রদত্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। কারণ আগামীতে তোমরাই দেশ পরিচালনা করবে। তিনি বলেন, খারাপ দিকগুলো পরিহার করে ভালো দিকগুলোকে তোমাদের বেছে নিতে হবে। তবেই সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।


তিনি আরো বলেন, গবাদী পশু পালনের পাশাপাশি অনাবাদি জমিতে চাষ করেও খামারীরা স্বাবলম্বী হতে পারে। চাষাবাদ করার পাশাপাশি এ জেলায় মৎস্য চাষ, হাঁস-মুরগী পালন ও ফলজ বাগান করার প্রচুর সুযোগ রয়েছে। এ সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগিয়ে আতœনির্ভরশীল হওয়ার পাশাপাশি ছেলে মেয়েদের শিক্ষিত করারও পরামর্শ দেন চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত