ওয়াগ্গা পরিমল চন্দ্র সরকারি প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

Published: 03 Mar 2019   Sunday   

রাঙামাটি কাপ্তাইয়ের ওয়াগ্গা পরিমল চন্দ্র তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান অরুন তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদ আলম চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা  চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা।অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ কবির হোসেন,বারঘোনামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে।বক্তব্য রাখেন-সহকারি শিক্ষক মধু মঙ্গল তনচংগ্যা,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হৃদয় তনচংগ্যা,লাকি তনচংগ্যা প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে খুরশিদ আলম চৌধুরী বলেন,খেলাধূলার পাশাপাশি ছাত্রছাত্রীদের অবশ্যই নিয়মিত পড়ার টেবিলে বসতে হবে।শিক্ষা অর্জনের মাধ্যমে প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। বিদ্যালয়ের পরিবেশ দেখে প্রধান অতিথি শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন।পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।

--হিলিবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত