সংরক্ষিত এমপির বক্তব্যে প্রত্যাহার ও প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

Published: 03 Mar 2019   Sunday   

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমার সংসদে দেওয়া বক্তব্যে প্রত্যাহার ও প্রতিবাদে গতকাল রোববার রাঙামাটিতে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

 

বক্তারা বলেন, গেল ২৬ ফেব্রুয়ারী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা মহান জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য খাগড়াছড়ি এলাকায় বসবাসরত বাঙ্গালীদের বহিরাগত উল্লেখ করে ন্যাক্কারজনক যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ন মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। তাই সেনাবাহিনীকে জড়িয়ে ন্যাক্কার জনক বক্তব্য প্রত্যাহার ও সংসদের কার্য বিবরণী থেকে তার বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে। অন্যথায় তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহন করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন সচেতন পার্বত্যবাসীর আহবায়ক জাহাঙ্গীর আলম মুন্না, সম অধিকার আন্দোলনের সাবেক নেতা কাজী মো. জালোয়া, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল, জুরাছড়ি উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রূপ কুমার চাকমা, পার্বত্য নাগরিক অধিকারের সাবেক জেলা সেক্রেটারি মো.জামাল উদ্দিন মাষ্টার, আওয়ামীলীগ বিলাইছড়ি উপজেলা সহ-সভাপতি রাসেল মারমা, বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পার্বত্য অধিকার ফোরামের রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত