খাগড়াছড়িতে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু

Published: 06 Mar 2019   Wednesday   

“বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বুধবার থেকে  দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

 

 ৪০তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা প্রশাসন আয়োজনে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন- খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: নাজমুস শোয়েব এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মুহাম্মদ আবুল হাশেম,জেলা শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান, সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে মেধাবী শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভোবন করতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

 

এ সময় তিনি আরো বলেন, স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পেরিয়ে এখন উন্নত বিশে^র কাতারে যাওয়ার স্বপ্ন দেখছি বাংলাদেশ। তাই মেধাবী সন্তানদের মেধাকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভোবনের উপর তিনি গুরুত্বারোাপ করেন। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ আগত অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত