আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

Published: 06 Mar 2019   Wednesday   

বুধবার খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

 

“সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে খাগড়াছড়ি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, মহিলা সমিতিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশ নেন।

 

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তুরী, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, মো: রুবেল বিশ্বাস প্রমুখ।  মানববন্ধন থেকে বক্তারা ‘নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এদিকে মানিকছড়িতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধব অনুষ্ঠিত হয়েছে।

 

‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে।

 

বুধবার  সকাল ১১টায় উপজেলারের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আগামী ৮ ও ৯মার্চ দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলার ঘোষণা দেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হাসান মজুমদার, মহিলা বিষয়ক কর্মকতা মো. কামরুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যামা প্রসাদ চাকমা, সমাজসেবা ফিল্ড সুপারভাইজার আব্দল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত