বাঘাইছড়িতে যৌথ বাহিনীর অভিযানে এম-৪ কারবাইনসহ নানান সরঞ্জাম উদ্ধার

Published: 06 Mar 2019   Wednesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লালুকালু ছড়া নামক গভীর অরণ্যে এলাকায় বুধবার বিকালের দিকে যৌথ বাহিনীর অভিযানে  একটি এম-৪ কারবাইনসহ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।

 

জানা যায়, বুধবার বিকালের দিকে ১২ বীর বাঘাইহাটের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম আজমের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার সাজেক ইউনিয়নের লালুকালুছড়া নামক স্থানের গভীর অরণ্যে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে সন্ত্রাসীর অস্তানা থেকে যৌথ বাহিনীকে লক্ষ্যে করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে। এতে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করলে সন্ত্রাসারী আস্তানা ছেড়ে পালিয়ে যায়। তবে কেউই হতাহত হয়নি। পরে যৌথ বাহিনীর সদস্যরা  সন্ত্রাসীদের আস্তানা থেকে আমেরিকার তৈরী ১টি এম-৪ কারবাইন, ১টি কাটা রাইফেল,১টি তাজা গুলি,১২টি ম্যাগজিন, ১টি বোমা ফাটনোর যন্ত্র, গানপাউডারের প্যাকেট ১টিসহ নানান সরঞ্জাম উদ্ধার  করে।  যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

সাজেক থানার ওসি  মোঃ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি এম-৪ কারবাইনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। তবে হতাহত কেউ হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত