জলবায়ুর পরিবর্তন রোধে প্রাকৃতিক ও গ্রামীন বন সৃষ্টির বিকল্প নেই- মার্কিন রাষ্ট্রদূত

Published: 07 Mar 2019   Thursday   

জলবায়ুর পরিবর্তন রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে প্রাকৃতিক বন রক্ষার পাশাপাশি গ্রামীন বন সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার।


বৃহষ্পতিবার রাঙামাটির বরকল উপজেলার সদর ইউনিয়নের বেগেনাছড়ি গ্রামের ন- ভাঙা এলাকায় পাড়া বাসীদের উদ্যোগে ৩শ একর জায়গায় সৃষ্টি গ্রামীন সাধারণ বন(ভিসিএফ) পরিদর্শন কালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এসব কথা বলেন। তিনি আরো বলেন- ন-ভাঙা গ্রামের মানুষের অথিতি পরায়নতা দেখে মার্কিন রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা মুগ্ধ হয়ে গ্রামের মানুষদের ভূয়ঁসী প্রশংসা করেন। যদি কোন সময়ও সুযোগ হয় ন-ভাঙা গ্রামবাসীকে দেখতে আবার আসবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার।


ন-ভাঙা গ্রামীন সাধারন বন (ভিসিএফ) রক্ষা কমিটির সভাপতি গান্ধী কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূতের সফর সঙ্গী তার স্ত্রী মিশেল এডেলম্যান ইউএসএইডের বাংলাদেশের প্রধান ডরিগ ব্রাউন,ইউএনডিপি-সিএইচটির প্রকল্পের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা, জেলা প্রশাসনের ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস,  ইউএনডিপি-সিএইচটিপির ক্লাষ্টার লিডার বিপ্লব চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিপির কর্মকর্তা ঐশ্বর্য চাকমা, ইউএনডিপি-সিএইচডিপির জেন্ডার কমিউনিটি প্রজেক্টের কর্মকর্তা ঝুমা দেওয়ান, বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, গ্রামের ওর্য়াড মেম্বার প্রিয় কান্তি চাকমা, বেগেনাছড়ি পাড়া উন্নয়ন কমিটির (পিডিসি) সভাপতি অনিল বিহারী চাকমা সাধারন সম্পাদক কালো বরন চাকমা গ্রামীন সাধারণ বন রক্ষা কমিটির সদস্য মমতা রানী চাকমা ও দীপিকা চাকমা সহ মার্কিন রাষ্ট্রদূতের বিভিন্ন দপ্তরের সফর সঙ্গী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকার জনসাধারনরা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভার আগে মার্কিন রাস্ট্রদূত গ্রামের কৃষকদের ফসলী জমির উৎপাদিত পন্য বেগেনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পাড়াবাসীরা তাদের পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) ও গ্রামীন সাধারন বন রক্ষা কমিটির (ভিসিএফ) কার্যক্রম সহ এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মার্কিন রাস্ট্র দূতের কাছে তুলে ধরেন।

 

অপরদিকে এক প্রেস ব্রিফিং এ রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ন সম্পর্ক রয়েছে  উল্লেখ করে বলেছেন, ইউএসএআইডি’র মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নসহ পিছিয়ে পড়া  জনগোষ্ঠীদের জীবন জীবিকা উন্নয়নের কাজ করে যাচ্ছে। বিশেষ করে এ অঞ্চলের শিক্ষা,স্বাস্থ্য,বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন প্রকল্পের সহায়তা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ অঞ্চলের জন্য এ প্রকল্পের সহায়তা অব্যাহত থাকবে।  

 

বিকালে মার্কিন রাস্ট্রদূত আর্ল আর মিলার রাঙামাটি জেনারেল হাসপাতালের ইউএসএআইডির প্রকল্প পরিদর্শন করার পর দুদিনের সফর শেষে ঢাকার উদ্দেশ্য রাঙামাটি ত্যাগ করেন।


--হিলবিডি২৪/সম্পদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত